দেশজুড়ে

কিশোরগঞ্জে আরও ৪ জন করোনায় আক্রান্ত

কিশোরগঞ্জে আরও ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ১৫ জন আক্রান্ত হলেন। এ তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান।

Advertisement

তিনি জানান, গত ১১ এপ্রিল ৫০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। তাদের মধ্যে সোমবার সন্ধ্যায় আসা ফলাফলে করিমগঞ্জে ২ জন, পাকুন্দিয়ায় ১ জন ও ভৈরবে একজনের মধ্যে করোনা পজিটিভ পাওয়া গেছে।

কিশোরগঞ্জে এ পর্যন্ত ২০৬ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে ১৫ জনের মধ্যে করোনাভাইরাস ধরা পড়ে। তবে ২০৬ জনের মধ্যে আজ আরও ২৭ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় গত ২৪ ঘণ্টায় ১৮৩ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৬৪১ জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন শেষ করেছেন ২৩৮৮ জন।

Advertisement

নূর মোহাম্মদ/এমএএস/এমএস