নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ৮৫ বছর বয়সী এক বৃদ্ধা মৃত্যুবরণ করেছেন। সোমবার (১৩ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তিনি সিদ্ধিরগঞ্জ মিজমিজি পূর্বপাড়া এলাকায় থাকতেন।
Advertisement
এছাড়া সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকার মসজিদ গলিতে ৩২ বছর বয়সী এক যুবক করোনা পজিটিভ। ওই বাড়িটি লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার।
পরিবারের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার জানান, ওই বৃদ্ধা করোনার উপসর্গ নিয়ে অসুস্থ হলে ১২ এপ্রিল তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার নমুনা সংগ্রহ করা হয়। আজ সকালে তিনি মারা যান। নমুনায় তার দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে (করোনা পজিটিভ)।
হোসেন চিশতী সিপলু/এফএ/এমএস
Advertisement