দেশজুড়ে

বাংলাবান্ধা দিয়ে দেশে ফিরল আরও ৮ শিক্ষার্থী

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত ফেরত ১৫ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সোমবার এ স্থলবন্দর দিয়ে আরও ৮ জন বাংলাদেশি শিক্ষার্থী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন।

Advertisement

এর আগে একই বন্দর দিয়ে ভারত থেকে আসা ৭ জনের বাংলাবান্ধা স্থল বন্দরের কাছে একটি আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়। এদের মধ্যে প্রথম দিন চারজন এবং রোববার তিনজন বাংলাদেশে প্রবেশ করেন।

পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন বলেন, শিক্ষা এবং চিকিৎসাসহ নানা কাজে ভারতে গিয়ে যারা করোনাভাইরাসের কারণে আকস্মিক লকডাউনে আটকে পড়েন। তাদের ক্রমান্বয়ে ফিরিয়ে আনা হচ্ছে। তাদের মধ্যে এ পর্যন্ত দেশে ফেরত ১৫ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সরকারি বিশেষ নির্দেশনায় এ বন্দর দিয়ে দেশে ফেরতের পর সকলের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে।

সফিকুল আলম/এমএএস/জেআইএম

Advertisement