জাতীয়

ঢাকা-নারায়ণগঞ্জের লকডাউন আরও জোরদার করতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের বিভিন্ন জেলায় যারা করোনায় আক্রান্ত হচ্ছেন, তাদের বেশিরভাগই ঢাকা ও নারায়ণগঞ্জে আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে ছিলেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

Advertisement

তিনি বলেন, ‘আমি গতকাল দেশের সব মেডিকেল কলেজের ডিরেক্টরদের সঙ্গে আলোচনা করেছি। প্রায় সব জায়গায় দেখা গেছে, জেলা পর্যায়ে যারা সংক্রমিত হয়েছেন, তাদের বেশিরভাগই ঢাকা ও নারায়ণগঞ্জে আক্রান্ত ব্যক্তিদের (নিজ নিজ এলাকায় গেলে) মাধ্যমে সংক্রমিত হয়েছেন। এ বিষয়ে আরও বেশি কঠোর পদক্ষেপ নিতে হবে। লকডাউন জোরদার করতে হবে। বিশেষ করে ঢাকা ও নারায়ণগঞ্জ এলাকার।’

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতর থেকে সরাসরি অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি সেনাবাহিনী, পুলিশ ও এ কাজে নিয়োজিত অন্যদের লকডাউন আরও বেশি কার্যকর করার আহ্বান জানান।

জাহিদ মালেক বলেন, ‘লক্ষ্য করা যাচ্ছে, এখনও লকডাউনটা মানুষ পুরোপুরি মেনে চলছে না। আমরা দেখি বাজারে জটলা পাকিয়ে আছে। অনেক লোক ঘোরাফেরা করছে। বাইরেও লোক অযথা ঘোরাফেরা করছে। এটি পরিহার করতে হবে। কারণ যেখানে বাইরে ঘোরাফেরা করবেন, সেখানেই সংক্রমিত হবেন। আপনারা জানেন, ইতিমধ্যে আমাদের কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেছে। এটা যেন না বাড়ে সেদিকে খেয়াল করতে হবে।’

Advertisement

তিনি বলেন, ‘আমরা হাসপাতাল ও অন্যান্য ব্যবস্থাপনাকে মজবুত করছি। আমাদের বুঝতে হবে, হাসপাতালে লাখ লাখ লোকের চিকিৎসা কোনো দেশই দিতে পারে না। আমাদের সেদিকেই লক্ষ্য রাখতে হবে, যাতে আমাদের করোনা মোকাবিলার যে মূল অস্ত্র তা হলো ঘরে থাকা এবং পরীক্ষা করা। তবে আনন্দের সঙ্গে বলছি, আমরা আরও কিছু ভ্যান্টিলেটর ও অক্সিজেনের ব্যবস্থা করছি। পৃথিবীতে এখন এ জিনিসগুলো খুব একটা পাওয়া যাচ্ছে না। এরপরও আপ্রাণ চেষ্টা করছি, আমরা অন্তত ৪-৫শ নতুন ভ্যান্টিলেটর ও ৪-৫শ অক্সিজেনের আনার চেষ্টা করছি।’

পিডি/এএইচ/জেআইএম