আইন-আদালত

সাকা পাকিস্তানে ছিলেন, আল-বদর ছিলেন না মুজাহিদ : খন্দকার মাহবুব

বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী একাত্তর সালে পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে পড়তেন ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ আল-বদর নেতা ছিলেন না বলে দাবি করেছেন মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এ দু’জনের প্রধান আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।এই দুই আসামির রিভিউ আবেদন করার পর সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খন্দকার মাহবুব হোসেন এ কথা বলেন। তিনি বলেন, আজ (বুধবার) এ দু’জনের রিভিউ (রায় পুনঃবিবেচনার) আবেদন করা হয়েছে। তিনি আরো বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর বাবা ছিলেন তৎককালীন স্পিকার ও প্রেসিডেন্ট। তখন তিনি ইন্টারমেডিয়েট পাস করেছেন। তারপরে পাঞ্জাবে পড়াশুনার জন্য চলে যান। তিনি ৭১ সালের এসব ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না।মুজাহিদ সম্পর্কে তিনি বলেন, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ প্রত্যক্ষভাবে হত্যা, ধর্ষণ ও গণহত্যার মতো ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রমাণ নেই। এমনকি তার মামলার (আইও) তদন্ত কর্মকর্তাও বলেছেন যে, মুজাহিদ আল-বদরের সঙ্গে জড়িত ছিলেন এমন কোনো দালিলিক প্রমাণ আমার কাছে নেই।এর আগে মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে বুধবার রিভিউ আবেদন করেন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ।এফএইচ/এসএইচএস/পিআর

Advertisement