কোভিড-১৯ (করোনাভাইরাস) রোগীদের চিকিৎসার জন্য নতুন কিছু জায়গা ও হাসপাতালকে প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি আরও জানান, প্রতিটি জেলার যেসব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল টেস্ট করাতে চাচ্ছে, তাদেরকেও অনুমোদন দেয়া হচ্ছে।
Advertisement
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতর থেকে সরাসরি অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।
জাহিদ মালেক বলেন, ‘আমরা বেশকিছু হাসপাতাল করোনার জন্য প্রস্তুত করার ব্যবস্থা নিয়েছি। যার মধ্যে মুগদা মেডিকেল কলেজ হাসাপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) পুরনো অংশ, ঢাকা কলেজের পুরনো বার্ন ইউনিট, এখানে প্রায় ৩০০ শয্যা রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েরও একটি ভবনকে করোনার জন্য তৈরি করতে বলেছি। এ বিষয়ে কাজকর্ম শুরু হয়ে গেছে।’
‘বঙ্গবন্ধুতে এখন স্টেটের কাজ চলছে। এছাড়া বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, উত্তর সিটি করপোরেশনের একটি মার্কেট এবং দিয়াবাড়িতে চারটি ভবন কোয়ারেন্টাইন সেন্টার করা হচ্ছে। সবগুলোর কাজ এগিয়ে চলছে। আশা করছি, অল্প সময়ের মধ্যে এটা আমরা প্রস্তুত করতে পারব।’
Advertisement
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘বেসরকারি হাসপাতালের অ্যাসোসিয়েশনের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা দেশবাসীর জন্য এগিয়ে এসেছেন। তারা তাদের বেশ কয়েকটি হাসপাতাল করোনা রোগীর চিকিৎসার জন্যে তারা দিতে চাচ্ছেন।’
‘ঢাকা শহরের যে হাসপাতালগুলো নেব, তার মধ্যে ৫০০ শয্যার শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল এবং ৭০০ শয্যার আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে। এ দুটি সম্পূর্ণ ভালো হাসপাতাল। এখানে আইসিইউ রয়েছে। প্রতিটি জেলার বেসরকারি হাসপাতাল যেগুলো আছে, তারা এগিয়ে আসছেন। তাদের হাসপাতালগুলোও আমরা তালিকাভুক্ত করে নিচ্ছি’-যোগ করেন স্বাস্থ্যমন্ত্রী।
পিডি/এসআর/জেআইএম
Advertisement