সিরাজগঞ্জে সামাজিক দূরত্ব নিশ্চিত করে কর্মহীন অসহায় দুই হাজার পরিবারকে ত্রাণসামগ্রী দিয়েছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত।
Advertisement
সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে সরকারি অর্থায়নে ১০ কেজি করে চালসহ খাদ্যসামগ্রী জেলার বিভিন্ন শ্রেণির শ্রমিকদের হাতে তুলে দেয়া হয়। সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবে মিল্লাত এসব ত্রাণ বিতরণ করেন।
হাবিবে মিল্লাত এমপি বলেন, সিরাজগঞ্জে এখন পর্যন্ত ২০ হাজার পরিবারকে সরকারি-বেসরকারিভাবে ত্রাণসামগ্রী দেয়া হয়েছে। আমার নির্বাচনী এলাকার কোনো মানুষ না খেয়ে কষ্ট পাবে না।
ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান নাসিম রেজা দিপু, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. একরামুল হক ও জেলা ছাত্রলীগের সভাপতি মো. আহসান হাবিব খোকা।
Advertisement
ইউসুফ দেওয়ান রাজু/এএম/জেআইএম