আন্তর্জাতিক

মহামারির নতুন শিকার রাশিয়া, একদিনে ২৫০০ আক্রান্তের রেকর্ড

ধীরে ধীরে করোনাভাইরাস মহামারির নতুন কেন্দ্র হয়ে উঠছে রাশিয়া। রোববার দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন আড়াই হাজারেরও বেশি। এখন পর্যন্ত এটাই সেখানে একদিনে সর্বাধিক আক্রান্তের রেকর্ড।

Advertisement

সপ্তাহ দুয়েক ধরে রাশিয়ায় হু হু করে ছড়াচ্ছে করোনাভাইরাস। গত শনিবার দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছিলেন ২ হাজার ১৮৬ জন। সেদিন পর্যন্ত ওটাই ছিল সর্বোচ্চ রেকর্ড। তবে মাত্র একদিন পরে সেই সংখ্যাকেও ছাড়িয়ে গেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় ২ হাজার ৫৫৮ জনের শরীরে প্রাণঘাতী এই ভাইরাস ধরা পড়েছে।

রাশিয়ার করোনাভাইরাস ক্রাইসিস রেসপন্স সেন্টার জানিয়েছে, রোববার মারা গেছেন আরও ১৮ জন। এ নিয়ে সেখানে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৮ জন।

এদিকে, করোনার বিস্তার প্রতিরোধে মানুষের চলাচল নিয়ন্ত্রণে ‘ডিজিটাল পারমিট সিস্টেম’ চালু করছে মস্কো কর্তৃপক্ষ। গণপরিবহন বা ব্যক্তিগত গাড়িতে চলাচল করতে চাইলে অনলাইনে আগেই অনুমতি নিতে হবে জনগণকে।

Advertisement

ইতোমধ্যেই এ সংক্রান্ত ওয়েবসাইটের কাজ শুরু হয়েছে। আগামী বুধবার থেকেই চালু হচ্ছে এ ব্যবস্থা। পরবর্তীতে, ঘর থেকে বের হতে চাইলেও অনলাইনে অনুমতি গ্রহণের ব্যবস্থা চালু করে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সূত্র: রয়টার্স, আরব নিউজ

কেএএ/পিআর

Advertisement