করোনাভাইরাসের কারণে যখন কিছু সবকিছু লকডাউনে, গৃহবন্দী সব মানুষ; তখন ঘরে যাওয়ার সুযোগ নেই করোনা যুদ্ধে নাম লেখানো যোদ্ধাদের। নিজেদের সবকিছু বিসর্জন দিয়ে ২৪ ঘণ্টা মানুষদের জন্য নিজেদের বিলিয়ে দিয়েছেন করোনা যোদ্ধারা।
Advertisement
দেশের সাধারণ মানুষদের প্রতি তাদের সবার বার্তা একটাই- ঘরে থাকুন, নিরাপদ থাকুন। তবু অনেকেই মানছেন না এসব নির্দেশনা। যে যার মতো বেরিয়ে পড়েন ঘরের বাইরে। যা কি না পুরো দেশের জন্যই ক্ষতিকর।
সেসব মানুষদের বোঝানোর জন্য করোনা যোদ্ধাদের পাশাপাশি আহ্বান জানাতে শুরু করেছেন ক্রীড়া তারকাও। রোববার রাতে করোনা যোদ্ধাদের দিকে তাকিয়ে হলেও, নিজেদের নিয়ন্ত্রণ করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওবার্তায় একই বার্তা দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও ওপেনার ভিরেন্দর শেবাগ। তার মতে, সামর্থবানরা অর্থকড়ি বা খাদ্য সাহায্য দিয়ে হয়তো মানুষের পাশে দাঁড়াচ্ছেন। কিন্তু নিজেদের জীবন বাজি রেখেছেন করোনা যোদ্ধারাই।
Advertisement
ইন্সটাগ্রামে দেয়া ভিডিওবার্তার ক্যাপশনে শেবাগ লিখেছেন, ‘সকল করোনা যোদ্ধার প্রতি শ্রদ্ধা যারা অন্যের ভালোর জন্য নিজের জীবন বাজি রেখেছেন। দয়া করে সবাই রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের নির্দেশনা মেনে চলুন। আমরা খুব শীঘ্রই এটিকে জয় করব।’
এছাড়া তিনি নিজে বলেছেন, ‘আমরা হয়তো এখন ঘরের বাইরে যেতে পারছি, সকালে হাঁটতে পারছি না, শপিং মলে যেতে পারছি না। এগুলোকে আপনি কষ্ট বলছেন? তাহলে আপনি সত্যিকারের কষ্ট দেখেননি জীবনে। ডাক্তার, নার্স, পুলিশরা নিজেদের জীবন বিলিয়ে দিচ্ছেন যেন আমরা নিরাপদ থাকি। আমরা হয়তো দান করছি, কিন্তু তারা নিজেদের জীবনই দিয়ে দিচ্ছেন। আমি সবাইকে অনুরোধ করবো ঘরে থাকুন এবং সরকারের নির্দেশনা মেনে চলুন।’
View this post on InstagramA post shared by Virender Sehwag (@virendersehwag) on Apr 12, 2020 at 1:20am PDT
Advertisement
এসএএস/পিআর