জার্মানিতে নতুন করে আরও ২ হাজার ৫৩৭ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সোমবার দেশটির সংক্রামক রোগ বিষয়ক সংস্থা রবার্ট কোচ ইন্সটিটিউট জানিয়েছে, এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৩ হাজার ১৬ জন।
Advertisement
অপরদিকে, দেশটিতে নতুন করে মারা গেছে আরও ১২৬ জন। ফলে এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২ হাজার ৭৯৯ জন।
তবে আগের দিনের তুলনায় দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। রোববারের হিসাব অনুযায়ী, দেশটিতে ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২ হাজার ৮২১ জন। অপরদিকে, ১২৯ জনের মৃত্যু হয়েছে।
শনিবারের হিসাব অনুযায়ী, ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে মারা গেছে ১৭১ জন এবং আক্রান্ত হয়েছে ৪ হাজার ১৩৩ জন। অপরদিকে, শুক্রবারের হিসাব অনুযায়ী, ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ছিল ৫ হাজার ৩২৩। বৃহস্পতিবারের হিসাব অনুযায়ী, ২৪ ঘণ্টায় মারা গেছে ১০২ জন। তার আগের দিন মৃত্যু হয়েছে ৩৩৩ জনের।
Advertisement
এখন পর্যন্ত ২১০টি দেশে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় সব দেশকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। দেশটির ৫০টি অঙ্গরাজ্যেই হানা দিয়েছে করোনা। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত নিউইয়র্ক অঙ্গরাজ্য।
টিটিএন/এমকেএইচ