১৫ এপ্রিল থেকে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেলের (আইজিপি) দায়িত্ব নেবেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। ইতোমধ্যে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
Advertisement
১৪ এপ্রিল অবসরে যাচ্ছেন বর্তমান আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। রোববার (১২ এপ্রিল) তিনি এক ভিডিও কনফারেন্সে পুলিশের বিভিন্ন ইউনিটপ্রধানের সাথে কথা বলেন। প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় আলোচনায় আসে তার অবসরের বিষয়টি। আইজিপি হিসেবে দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য ড. জাবেদ সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমি প্রথম দিন থেকেই বলেছি, ‘আমি জনতার পুলিশ হতে চাই, মানবিক পুলিশ হতে চাই। জনগণের পুলিশ হতে চাই।’
এ সময় নবনিযুক্ত আইজিপি ড. বেনজীর আহমেদকে আন্তরিক অভিনন্দন জানান ড. জাবেদ। তিনি বলেন, ‘তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ পুলিশ অনেক দূর এগিয়ে যাবে। তিনি মেধা, দক্ষতা, প্রজ্ঞা ও উদ্যমী শক্তি দিয়ে বাংলাদেশ পুলিশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবেন।’
Advertisement
গত ৮ এপ্রিল এক প্রজ্ঞাপনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নিযুক্ত হন এলিট ফোর্স র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। ২০১৫ সালের ৭ জানুয়ারি র্যাবের মহাপরিচালকের দায়িত্ব নেয়ার আগে বেনজীর আহমেদ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের দায়িত্ব পালন করেন। সরকারি চাকরিতে তার মেয়াদ রয়েছে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
১৯৮৮ সালের ফেব্রুয়ারিতে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেয়া বেনজীর সন্ত্রাসদমন বিষয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ নিয়েছেন। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে বসনিয়া ও কসোভোতে কাজ করে এসেছেন তিনি।
গোপালগঞ্জে জন্মগ্রহণ করা বেনজীর স্নাতকোত্তর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে। একই শিক্ষায়তনের ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে ব্যবসায় প্রশাসনে পিএইচডি ডিগ্রিও আছে তার।
বাংলাদেশ পুলিশে তিনি একজন দক্ষ, পেশাদার, আধুনিক ও বিজ্ঞানমনস্ক পুলিশ অফিসার হিসেবেই পরিচিত।
Advertisement
এআর/বিএ/পিআর