দেশজুড়ে

নারায়ণগঞ্জ থেকে জ্বর নিয়ে লৌহজংয়ে আসা ব্যক্তির করোনা পজিটিভ

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে। লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। আক্রান্ত ব্যক্তি নারায়ণগঞ্জ থেকে জ্বর ও মাথা ব্যথা নিয়ে কয়েকদিন আগে উপজেলার নাগের হাট এসেছিলেন। আইইসিডিআরের পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়েছে।

Advertisement

এর আগে মুন্সিগঞ্জের পাঁচটি উপজেলা শ্রীনগর, সিরাজদিখান, টঙ্গীবাড়ি, গজারিয়া ও মুন্সিগঞ্জ সদরে ১২ জন করোনা রোগী শনাক্ত হয়। লৌহজংয়ের নতুন আক্রান্ত রোগী নিয়ে মুন্সিগঞ্জে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ১৩।

লৌহজং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীম আহমেদ জানান, লৌহজং থেকে রোববার (১২ এপ্রিল) পর্যন্ত ২৪ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে ল্যাবে পাঠানো হয়েছিল। তার মধ্যে ১৮ জনের রেজাল্ট নেগেটিভ এসেছে। একজনের করোনা পজিটিভ এসেছে। বাকি পাঁচজনের রেজাল্ট এখনও পাওয়া যায়নি। আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি নাগেরহাট গ্রামে। তিনি কয়েকদিন আগে করোনার উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ থেকে লৌহজংয়ে গ্রামের বাড়িতে আসেন।

ডা. শামীম আহমেদ আরও বলেন, আমরা গত ১১ তারিখ তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরের পরীক্ষাগারে পাঠাই। আক্রান্ত রোগী এখনও বাড়িতেই আছেন। আইইডিসিআরের সিদ্ধান্ত মতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Advertisement

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাবিরুল ইসলাম খান জানান, আমরা বাড়িটি লকডাউন করবো। প্রয়োজনে গ্রামটি লকডাউন করবো। তার সংস্পর্শে যারা যারা এসছেন তাদেরকে খুঁজে বের করে হোম কোয়ারেন্টাইনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/পিআর