জাতীয়

প্রতিবন্ধীদের প্যাকেটবন্দি করা ঠিক নয়

সমাজের প্রতিটি মানুষই কোন না কোনভাবে প্রতিবন্ধী। তাই নির্দিষ্টভাবে কাউকে প্রতিবন্ধী বলে প্যাকেটবন্দি করা ঠিক হবে না বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ স ম আরেফিন সিদ্দিকী। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট আয়োজিত ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ এর ৩১ ও ৩৬ নং ধারা বাস্তবায়ন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।আরেফিন সিদ্দিকী বলেন, প্রতিবন্ধকতাকে আমরা যদি স্বাভাবিক ভাবে দেখি তাহলে এটি কোন সমস্যা নয়। বরং তারা আমাদের চেয়ে বেশি সংবেদনশীল।কাজের ক্ষেত্রে তারা অনেক ভালভাবেই করতে সক্ষম হয়।তিনি বলেন, বিজ্ঞানীরা একটি কোষ আবিষ্কারে সক্ষম হয়েছে যা দৃষ্টি প্রতিবন্ধীদের চোখে প্রতিস্থাপন করলে তারা দৃষ্টিশক্তি ফিরে পাবে। সেদিন আর দূরে নয় যে দিন দৃষ্টিহীনতা একটি অতীত বিষয় হবে।বে-সরকারি সকল প্রতিষ্ঠান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে প্রতিবন্ধী ছাত্রদের সকল প্রকার সাহায্যের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের হাতে সাদা ছড়ি তুলে দেন তিনি।আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শারমিন হক, সুপ্রীম কোর্টের আইনজীবী মোশাররফ হোসেন ও পরিবেশবিদ কামরুল আহাসান খান প্রমুখ।এএস/জেডএইচ/পিআর

Advertisement