করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। শনিবার (১১এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে লকডাউন কার্যকর করে গণবিজ্ঞপ্তি জারি করে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক-মহাসড়ক এবং নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ ব্রাহ্মণবাড়িয়ায় প্রবেশ অথবা ব্রাহ্মণবাড়িয়া থেকে অন্য জেলায় গমন করতে পারবেন না। তবে জরুরি পরিষেবা লকডাউনের আওতামুক্ত থাকবে।
Advertisement
লকডাউনে ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক রাখতে রোববার (১২ এপ্রিল) আরেকটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকিং সেবা একটি জরুরি পরিষেবা হওয়ায় জনস্বার্থে জেলার সকল তফসিলি ব্যাংক ঘোষিত লকডাউনের আওতামুক্ত থাকবে। এর ফলে সোমবার (১৩ (এপ্রিল) থেকে যথারীতি ব্যাংকিং কার্যক্রম চলবে।
আজিজুল সঞ্চয়/আরএআর/পিআর
Advertisement