করোনাভাইরাসের বিস্তাররোধে বিশ্বের প্রায় সব দেশেই চলছে লকডাউন। এতে ওষুধ, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জরুরি পরিষেবার প্রতিষ্ঠান ছাড়া আর সবকিছুই বন্ধ। বন্ধ হাঁটাচলাও। আর এ লকডাউনের খাওয়া-দাওয়া ও নিত্যকর্মের পাশাপাশি চুল-দাঁড়ি নিয়েও বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এ বিপদে মন্ত্রী বাবার দাড়ি কেটে দিলেন ছেলে।
Advertisement
রোববার (১২ এপ্রিল) তেমনই এক মন ছুঁয়ে যাওয়া ভিডিও পোস্ট করলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রাম বিলাস পাসোয়ানের ছেলে চিরাগ পাসোয়ান। যেখানে দেখা যাচ্ছে, চিরাগ তার বাবার দাড়ি কেটে দিচ্ছেন। টুইটটি একঘণ্টার মধ্যে প্রায় এক হাজার বার রিটুইট করা হয়েছে।
প্রাণঘাতী এ ভাইরাসে ভারতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩১ জনে। মোট আক্রান্ত ৯ হাজার ২০৫ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে দেশজুড়ে ২১ দিনের লকডাউনের ঘোষণা করেছিল কেন্দ্র। বেশ কিছু রাজ্যে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। ফলে জরুরি পরিষেবা ছাড়া বাকি সবই বন্ধ। ঝাঁপ ফেলেছে সেলুনগুলোও। ফলে চুল-দাঁড়ি নিয়ে সমস্যায় পড়েছেন পুরুষরা।
এদিন বাবা রামবিলাস পাসোয়ানের সেই মুশকিল আসান করেছেন ছেলে চিরাগই। বাড়িতে ট্রিমার দিয়ে বাবার দাড়ি-গোঁফ ছেঁটে দিয়েছেন তিনি। মজা করে গোটা ভিডিওটি টুইটারে পোস্টও করেছেন।
Advertisement
সঙ্গে লেখেন, ‘কঠিন সময়। তবে এই সময়ের একটা ভালদিকও আছে। আমার এই গুণ সম্পর্কে নিজেরই জানা ছিল না। চলুন, করোনার বিরুদ্ধে লড়াই করি সঙ্গে সুন্দর কিছু স্মৃতি তৈরি করি।’
এফআর