বৈশ্বিক মহামারি করোনায় সৌদি আরবজুড়ে চলছে কারফিউ। এর মাঝে দেশটির দুই পবিত্র মসজিদে স্বল্প পরিসরে চলছে নামাজ ও জুমআ। চলতি সপ্তাহে কাবা শরিফ ও মদিনায় যারা নামাজ পড়াবেন তাদের সময়সূচি প্রকাশ করেছে হারামাইন কর্তৃপক্ষ।
Advertisement
আজ রোববার থেকে ১৮ এপ্রিল শনিবার পর্যন্ত ৭ দিন যারা কাবা শরিফ ও মদিনার মসজিদে নববিতে নামাজের ইমামতি করবেন তারা হলেন-
>> ১২ এপ্রিল, রোববার :শায়খ ড. আব্দুর রহমান সুদাইসি>>১৩ এপ্রিল, সোমবার : শায়খ ইয়াসির ইবনে রাশেদ আল-দুসাইরি।>> ১৪ এপ্রিল , মঙ্গলবার : শায়খ ড. আব্দুল্লাহ আওয়াদ আল-জুহানি।>> ১৫ এপ্রিল, বুধবার : শায়খ ড. সাউদ বিন ইবরাহিম বিন মুহাম্মাদ শুরাইম।>> ১৬ এপ্রিল, বৃহস্পতিবার : শায়খ ড. ফায়সাল জামিল গাজাওয়ি।>> ১৭ এপ্রিল, শুক্রবার : শায়খ ড. মাহের বিন হামাদ আল-মুয়ায়ক্বিলি।>> ১৮ এপ্রিল, শনিবার : শায়খ ড. বান্দার বিন আব্দুল আজিজ বালিলাহ।
মদিনার মসজিদে নববিতে নামাজ পড়াবেন-
Advertisement
ফজর : শায়খ ড. আব্দুল মুহসিন আল-কাসিম।জোহর : শায়খ ড. আব্দুল্লাহ বিন আব্দুর রহমান বুয়াইজান।আসর : শায়খ ড. আহমাদ ইবনে তালিব ইবনে হামেদ।মাগরিব : শায়খ ড. আহমদ বিন আলি হুজাইফি।ইশা : শায়খ ড. আব্দুল বারি আওয়াদ বিন আলি আল-থুবাইতি।
উল্লেখ্য, এ সপ্তাহে কাবা শরিফে নামাজ পড়াবেন ৭ জন ইমাম এবং মদিনার মসজিদে নববিতে ৫ জন ইমাম নামাজ পরিচালনা করবেন।
এমএমএস/এমএস
Advertisement