গত ৬ দিন আগে ৫ কেজি চাল, এক কেজি ডাল ও ২ কেজি গোল আলু পেয়েছিলাম। পাঁচ সদস্যের সংসারে তিনদিন ধরেই ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছিলাম। টাকাও নেই, বাজারও নেই-নেই কোনো সহযোগিতাও। ১০ টাকার চাল বিক্রি হচ্ছে শুনে ধার করে তা নিতে আসলাম। ক্ষুধার জ্বালা লকডাউন মানছে না।
Advertisement
কক্সবাজার পৌরসভার রুমালিয়ারছরায় সরকারের ১০ টাকার চাল বিতরণ প্রকল্পে চাল নিতে আসা দক্ষিণ রুমালিয়ারছরার কর্মজীবী আবদুল হালিমের স্ত্রী নূরজাহান এসব কথা বলেন।
শুধু তিনি নন, তার মতো আরও অর্ধশতাধিক নূরজাহান ১০ টাকার চাল সংগ্রহ করতে ডিস্ট্রিবিউশন সেন্টারে ভিড় করেন। সবার বাড়িতেই প্রায় অভিন্ন ক্ষুধার সমস্যা রয়েছে বলে জানান তারা। তবে, ক্ষুধার যন্ত্রণা পেটে থাকলেও বাইরে কাউকে বলাটা লজ্জার বলেই মনে করেন এসব দুর্ভোগতাড়িত মানুষগুলো।
স্থানীয় আবদু রশীদ জানান, অনেকদিন ধরেই ১০ টাকা কেজির চাল বিক্রি হয় এখানে। কিন্তু রোববারের (১২ এপ্রিল) মতো সাড়া দেখা যায়নি। লম্বা লাইনে নারী-পুরুষ উভয়েই ভিড় করছেন। করোনার ভয় তাদের মনে দাগ কাটতে পারছে না। তাদের নিরাপদ দূরত্ব বজায় রাখতে দায়িত্বরত পুলিশ সদস্যদের ব্যস্ত সময় পার করতে হয়েছে।
Advertisement
কক্সবাজার পুরো লকডাউন ঘোষণার ৪ দিন অতিবাহিত হয়েছে রোববার। করোনার প্রাদূর্ভাব শুরুর পর থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে পরিবারে নিরাপদ থাকতে প্রশাসন থেকে বার বার প্রচারণা চালানো হচ্ছিল। পর্যটন স্পটসহ জেলার সকল কর্মক্ষেত্র বন্ধ করে দেয়া হলেও প্রশাসন থেকে জানানো হয়েছিল কেউ অভুক্ত থাকবে না। প্রশাসনই বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেবেন। সেভাবেই এগুচ্ছিল সব। অতিউৎসাহি কিছু আত্মপ্রচারপ্রিয় ব্যক্তি প্রশাসনের লেজুড়ভিত্তি করে ত্রাণের পুটলা মাথায় নিয়েছিল। নিজেদের স্বেচ্ছাসেবী জাহির করে বলয় কিংবা এলাকার বগলের কিছু মানুষকে ত্রাণ পেতে সহায়তা করলেও মধ্যবিত্ত ও আত্মসম্মানে অবিচল পরিবারগুলোতে কোনো ত্রাণই পৌঁছেনি। ফলে চরম দুর্ভোগে সময় পার করছেন সিংহভাগ পরিবার।
অনেকে জেলা ও পুলিশ প্রশাসনের হটলাইনে নক করেও সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। সীমাহীন দুর্ভোগে পরিবার নিয়ে দিন কাটাচ্ছেন পরিবহন শ্রমিকরাও।
এসব কথা উঠে এসেছে ওয়াহিদ রুবেল ও তুষার তুহিনসহ অনেকের ফেসবুক স্ট্যাটাসেও। ওয়াহিদ রুবেল লিখেন, বিভিন্ন উপজেলা থেকে শনিবার পরিচিত অনেকে ফোন করে জানিয়েছেন প্রশাসনের দেয়া ফোন নম্বরে এসএমএস কিংবা কল করার পরও সহযোগিতা পাচ্ছে না। মাঝে মধ্যে নাম পরিচয় নেয়া হচ্ছে। পরে ফোন করলে বলা হয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের সঙ্গে যোগাযোগ করতে। যদি তা-ই করতে হয় তাহলে নাম প্রকাশে অনিচ্ছুক মানুষের সঙ্গে মশকরা করার কি ছিল? সরকারের তো পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে। সহযোগিতা সরকারের পক্ষ থেকে সকলের জন্য দেয়া হবে। তারা ওই সময়ের জন্য অপেক্ষা করতে পারতো। ভালো থাকুন, ভালো রাখুন..
নিজেকে নিম্নমধ্যবিত্ত দাবি করে তুষার তুহিন লিখেন, এই শহরে আমাদের (নিম্ন মধ্যবিত্ত) খবর রাখছে না কেউ। গোপনে জানানোর পরও সাড়া দিচ্ছে না সংশ্লিষ্টরা। অথচ শুনছি সাংবাদিকদের স্ট্যাটাস দেখেও নাকি ত্রাণ পৌঁঁছে দিচ্ছে তারা। ভাই এ কেমন রসিকতা? কথাগুলা যদিও বা আমাকে বলেছে আমার পরিচিত এক ছোটভাই। তার কণ্ঠেই যেন ঝরলো আমার মনের ক্ষোভ।
Advertisement
নাম প্রকাশে অনিচ্ছুক শহরের পাহাড়তলীর ইসলামাবাদ এলাকার এক কর্মজীবী জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মাইকিংয়ে প্রচার করা হয়েছিল, অভাবের কথা জানিয়ে জেলা প্রশাসন কিংবা পুলিশ প্রশাসনের হটলাইনে কল বা এসএমএস দিলে দ্রুত সহায়তা পৌঁছে যাবে সংশ্লিষ্ট পরিবারে। কিন্তু গত ৮ তারিখে আমার ১০ সদস্যের পরিবারের দুর্ভোগের কথা উল্লেখ করে জেলা প্রশাসনের হটলাইন নম্বরে এসএমএস দেয়া হলেও ১১ এপ্রিল বিকেল ৫টা পর্যন্তও কোনো সহযোগিতা আসেনি।
শহরের রক্ষিত মার্কেট এলাকার আরেক ব্যক্তি জানান, এলাকার খেটে খাওয়া ৫ জন মানুষের দূরাবস্থার কথা উল্লেখ করে তাদের নাম-মোবাইল নম্বর ও পরিবারের সদস্য সংখ্যাসহ পুলিশ প্রশাসনের হটলাইনে এসএমএস করা হয় ৩০ মার্চ। ১১ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত সেসব ব্যক্তিগণও কোনো ধরনের সহযোগিতা পাননি।
হটলাইনে নক করার পরও ত্রাণ না পাওয়া এবং সামগ্রিক ত্রাণ তৎপরতা নিয়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফুল আফসার জাগো নিউজকে বলেন, করোনা দুর্যোগে কেউ অভুক্ত থাকবে না, এটা মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা। সেভাবে আমরা কাজ করছি। সবাইকে শতভাগ খুশি করা কষ্টসাধ্য। কয়েক ক্যাটাগরির তালিকা হচ্ছে। যাছাই বাছাইয়ের পর সবার কাছে একবার হলেও ত্রাণ যাবে এ নিশ্চয়তা দেয়া যায়। হটলাইনে এসএমএস আসলে- তাও যাছাই করে ব্যবস্থা নেয়া হয়। আমাদের মতো আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালাচ্ছি।
এদিকে, কক্সবাজার সরকারি মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে রোববার (১২ এপ্রিল) ৩২ জনের করোনা টেস্ট হয়েছে। সবারই নেগেটিভ ফল এসেছে বলে জানিয়েছেন মেডিকেলের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া। ২ এপ্রিল থেকে শুরু হওয়া ল্যাবে শনিবার পর্যন্ত ১৪৬ জনের করোনা পরীক্ষার ফলও নেগেটিভ আসে বলে উল্লেখ করেন তিনি।
রোববার পর্যন্ত ১৭৮ জনের পরীক্ষার ফল নেগিটিভ আসে এবং ওমরাহ ফেরত ও শৃঙ্খলা বাহিনীর একজনের নমুনায় করোনার প্রাথমিক পজিটিভ পাওয়ার পর তারা এখন সুস্থ এবং আর কারও করোনা পজিটিভ শনাক্ত হয়নি বলে দাবি করেছেন কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ইকবাল হোসাইন বলেন, কক্সবাজারে ঘোষণা কৃত লকডাউন বাস্তবায়নে মাঠে কঠোরভাবে কার্যক্রম পরিচালনা করছে সেনাবাহিনী ও পুলিশসহ শৃঙ্খলাবাহিনী।
সায়ীদ আলমগীর/এমএএস/এমএস