ক্যাম্পাস

অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাজশাহী বিশ্ববিদ্যালয়

সারা দেশে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময়ে ক্লাস-পরীক্ষা, আবাসিক হল ও অফিসসমূহ বন্ধ থাকবে।

Advertisement

বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা বলেন, প্রশাসন পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, পরীক্ষা, আবাসিক হলসমূহ ও অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে। করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা পরবর্তী নির্দেশনা দেব।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়ে বলা হয়, রোববার বেলা ১১টায় রাবি উপাচার্য ভবনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান সভায় সভাপতিত্ব করেন।

বিশ্ববিদ্যালয় বন্ধকালীন জরুরি সেবাসমূহ যেমন- বিদ্যুৎ, পানি, টেলিফোন, চিকিৎসা ইত্যাদি যথারীতি চালু থাকবে।

Advertisement

সালমান শাকিল/এএম/এমকেএইচ