সাহিত্য

কাছে আসতে আসতে বড় হল দূরত্ব

শেখ ফিরোজ

Advertisement

সবকিছু বড় থেকে ছোট হয়ে আসলোপ্রকাণ্ড বিশ্বটাকে হাতের মুঠোয় পুরে চুম্বনরত পরিব্রাজকেরাক্লান্ত হবার আগেই ঘনিয়ে এলো সংজ্ঞাহীন অবেলা।

নিভন্ত প্রদীপের মত দাপাদাপি করে উঠল পৃথিবী!ভালোবাসার মানুষগুলো কাছে গেলেই দূরে সরে যায় ঠিক দিগন্তের মত।

অজস্র পথ হেঁটে এসে কোনো উন্মাদ প্রেমিক প্রেয়সীর হাতে একটা লাল গোলাপ গুঁজে দিতে চাইলে-নড়েচড়ে ওঠে প্রেয়সীর এ্যামিগডালা। স্তম্ভিত বিশ্বের একটাই জ্বালা- করোনা!!

Advertisement

বৃত্ত ঢুকে গেছে বৃত্তের ভেতরে, চিত্ত ঢুকেছে চিত্তের ভেতরে, সুঁচের ভেতরে ঢুকে গেছে সুঁচ;অবুঝের ভেতরে লীন হয় বুঝ। বাঁচতে চাই, বাঁচতে চাই বলে আর্তনাদ করছে অগণিত মানুষ!

ধারাপাত পাল্টে ফেলেছে মৃত্যুর মিছিল। সুচারু সৎকার নেই! আকাঙ্খিত ওষ্ঠকে দূরে ঠেলে দেয় সন্ত্রস্ত হৃদয় ! সবকিছু কাছে আসতে আসতে দূরে চলে যেতে থাকে।

এক ফর্দ চিরকুট নিয়ে হাজির আমাদের বিবস্ত্র পৃথিবী-ডেকে বলে, “হাত ধোও, হাত ধোও, হাত ধোও।”

তবে কি দু’হাতে লেগে আছে মহাকালের বিষাক্ত কর্মের প্রচ্ছদ?ঠিক আছে, হাত ধোও। ধুয়ে ফেল; তবে-আর ধর্ষণ করে নিওনা অদ্ভুত নারী সম্ভোগ, উপরির নামে নিও না ঘুষ,বিরুদ্ধবাদী হলেই শত্রু ভেবোনা তাকে, ধর্মের নামে হত্যা করো না কোন মায়ের সন্তান।

Advertisement

ঘরে থাকো, দূরুত্ব বজায় রাখো। আর হাত ধোও। ধুয়ে ফেল হাত।ভয় নেই পৃথ্বী জঠরের সন্তান। আবার হাসবে সূর্য; কেটে যাবে রাত।

আইএইচএস/