করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে শনিবার থেকে সিলেটকে ‘লকডাউন’ (অবরুদ্ধ) ঘোষণা করা হয়েছে। লকডাউনের মধ্যে বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত সব তফসিলি (সরকারি-বেসরকারি) ব্যাংক সিলেটে নিজেদের কার্যক্রম চালাতে পারবে।
Advertisement
রোববার (১২ এপ্রিল) বিকেলে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) এম কাজী এমদাদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, ‘লকডাউনকৃত এলাকায় সব বেসরকারি ব্যাংক বন্ধ থাকবে’ এমন খবরে তফসিলি ব্যাংক খোলা থাকবে কি-না এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি কাজ করছিল। এরই পরিপ্রেক্ষিতে রোববার বিষয়টি খোলাসা করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি পরিষেবা লকডাউনের আওতামুক্ত। এই হিসেবে সব তফসিলি ব্যাংক লকডাউনের মধ্যে খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সময়ের মধ্যে (সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা) ব্যাংকের কার্যক্রম চালানো যাবে।
Advertisement
জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় গতকাল শনিবার (১১ এপ্রিল) থেকে সিলেট জেলা লকডাউন করা হয়। জরুরি পরিষেবা, চিকিৎসাসেবা, কৃষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ ইত্যাদি এর আওতামুক্ত থাকবে। ব্যাংকিং সেবা একটি জরুরি পরিষেবা হওয়ায় সব তফসিলি ব্যাংক ঘোষিত লকডাউনের আওতামুক্ত থাকবে।
ছামির মাহমুদ/এএম/এমকেএইচ