করোনাভাইরাসের সংক্রমণ রোধ কার্যক্রমের পাশাপাশি কালোবাজারি, মজুতদারি ও অহেতুক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
Advertisement
রোববার ডিএনসিসির নিরীক্ষা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট বনানী কাঁচাবাজারে অতিরিক্ত মূল্য নেয়ায় পাঁচজন দোকানিকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।
ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়, জনগণকে ঘরে অবস্থান, সামাজিক দূরত্ব বজায় রাখা, বাজারে কালোবাজারি, মজুতদারি ও অহেতুক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করার জন্য আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ২০টি মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।
এছাড়া করোনাভাইরাসের মারাত্মক সংক্রমণ থেকে সবাইকে রক্ষা করার উদ্দেশ্যে জনগণকে ঘরে অবস্থান ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ডিএনসিসি, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে সমগ্র এলাকায় টহল অব্যাহত রেখেছে।
Advertisement
এএস/এমএসএইচ/এমকেএইচ