গত ১০ দিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে চারজন রোগী পালিয়েছেন বলে জানা গেছে। এরা প্রত্যেকেই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সর্বশেষ রোববার এমন একজন রোগী হাসপাতাল থেকে পালিয়ে গেছেন।
Advertisement
শ্বাসকষ্ট নিয়ে শনিবার ওই ব্যক্তি হাসপাতালে আসেন। তিনি করোনা আক্রান্ত এমন আতঙ্কে পালিয়ে গেছেন বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। উধাও ওই রোগী নগরীর বাসিন্দা। প্রাথমিক উপসর্গ দেখে করোনা মনে হওয়ায় তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল।
রোববার দুপুরের দিকে রামেক হাসপাতালে করোনাভাইরাস নির্ণয় ও চিকিৎসা কমিটির নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।
কমিটির আহ্বায়ক এবং মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক আজিজুল হক আজাদ বলেন, ওই ব্যক্তির করোনার জোরালো উপসর্গ ছিলো না। ধারণা করা হচ্ছিল তার ফুসফুসে পানি জমেছে। এজন্য ওই রোগীকে আইসোলেশনে না রেখে পর্যবেক্ষণ ওয়ার্ডে রাখা হয়। রোববার আর তাকে পাওয়া যায়নি।
Advertisement
তিনি আরও বলেন, আতঙ্কিত হয়ে তিনি হাসপাতাল ছেড়েছেন। একজন রোগী হাসপাতাল থেকে চলে যেতে চাইলে লিখিতভাবে জানিয়ে চলে যেতে পারেন। এটা তার অধিকার আছে। তবে একেবারে না জানিয়ে যাওয়াটা কষ্টকর। কারণ ওই রোগীকে পরে খুঁজে বের করা যায় না। তারা চেষ্টা করছেন কিভাবে রোগীদের করোনা আতঙ্ক দূর করা যায়।
ফেরদৌস সিদ্দিকী/এফএ/এমএস