পটুয়াখালীর দুমকী উপজেলায় করোনাভাইরাসে পোশাককর্মী ভাইয়ের মৃত্যুর পর বোন খাদিজা পারভীনও (৩৯) করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার বিকেলে পটুয়াখালীর সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। সিভিল সার্জন বলেন, পোশাককর্মী দুলাল হাওলাদারের মৃত্যুর পর তার স্বজন ও আশপাশের মোট ৯ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছিল। ফলাফলে ৮ জনের নেগেটিভ এলেও খাদিজার পজিটিভ এসেছে।
Advertisement
তিনি বলেন, ইতোমধ্যে ওই উপজেলা লকডাউন করা হয়েছে। এছাড়া আক্রান্ত ব্যক্তিকে তার বাড়িতে আলাদা আইসোলেশনে রাখা হয়েছে। তাকে সেখানেই চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। স্থানীয় বাসিন্দা বশির আকন জানান, দুমকি গ্রামের সোবাহান চৌকিদারের ছেলে দুলাল চৌকিদার (৩২) নারায়ণগঞ্জের একটি গার্মেন্টে শ্রমিক পদে চাকরি করছিল। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত রোববার (৫ এপ্রিল) সে বাড়িতে এলে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের নির্দেশে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।
পরে গত মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা শঙ্কর কুমার বিশ্বাস, এসিল্যান্ড আল-ইমরান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহীনসহ স্বাস্থ্যকর্মীরা তার বাড়িতে এসে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠায়। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর আড়াইটায় তার অবস্থার অবনতি হলে তিনি মারা যান।
ওইদিন বিকেলে আইইডিসিআর থেকে তার করোনা পজিটিভ আসে। পরে সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা অনুযায়ী পরিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
Advertisement
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমএএস/এমকেএইচ