দেশের বর্তমান সংকট সমাধানে প্রয়োজন জাতীয় ঐক্য উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় ঐক্য সৃষ্টি করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। বুধবার দুপুরে নয়াপল্টন বিএনপি কার্যালয়ের নিচতলায় আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এই আহ্বান জানান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। এসময় মির্জা ফখরুল বলেন, বর্তমানে যে কঠিন সময় চলছে তা কেবলমাত্র বিএনপির নয়, এটা ১৬ কোটি জনগণের। নির্যাতন ভোগ করে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সে সংগ্রাম এখনো অব্যাহত রয়েছে।তিনি বলেন, সারা দেশে অসংখ্য মানুষ নির্যাতনের শিকার হয়েছেন, খুন হয়েছেন ও অনেকে পঙ্গু হয়েছেন। এই সংকটে সবচেয়ে বড় প্রয়োজন জাতীয় ঐক্য অটুট রাখা। তাই জাতীয় ঐক্য সৃষ্টি করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। তিনি আরো বলেন, জনগণের সব অধিকার হরণ করা হয়েছে। খালেদা জিয়ার নেতৃত্বে সংগ্রাম করছি। আমরা সবাই অপেক্ষায় আছি। আশা করি সুস্থ হয়ে তিনি দ্রুতই আমাদের মাঝে ফিরে আসবেন। দেশে ফিরে খালেদা জিয়া সঠিক পথে নেতৃত্ব দেবেন আশাবাদ ব্যাক্ত করে মির্জা ফখরুল বলেন, তার সঠিক নেতৃত্বের কারণেই বিজয় সুনিশ্চিত হবে। গণতান্ত্রিক আন্দোলন কখনোই বৃথা যায় না দাবি করে বিএনপির এই নেতা বলেন, সব কিছুকে উপেক্ষা করে গণতন্ত্রকামী মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। দোয়া মাহফিলে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন অালাল, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, ছাত্রদল কেন্দ্রীয় সহ-সভাপতি এজমল হোসেন পাইলট, নাজমুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। এমএম/এসএইচএস/পিআর
Advertisement