মতলব উত্তর উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার দুপুরে মতলব উত্তর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন বিষয়টি নিশ্চিত করেছেন।
Advertisement
ইতোপূর্বে মতলব উত্তর উপজেলার পূর্ব হানিরপাড়ের এ উপজেলার ১ম করোনা রোগী ৩০ বছরের এক যুবককে ৬ এপ্রিল আবাসিক মেডিকেল অফিসার চিকিৎসা দিয়েছিলেন।
৯ এপ্রিল ওই করোনা রোগী ও তার স্ত্রীকে এই হাসপাতালের আইসোলেসনে নিয়ে আসা হয়। ১১ এপ্রিল দুর্গাপুর থেকে করোনার ২য় আরেক রোগী ও তার স্ত্রীকে এই হাসপাতালে আইসোলেসনে আনা হয়।
রোববার দুপুরে আবাসিক মেডিকেল অফিসারসহ করোনায় আক্রান্ত ৩ জনকেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
Advertisement
ইকরাম চৌধুরী/এমএএস/এমএস