মাদারীপুরের শিবচর উপজেলার আর্য দত্তপাড়া গ্রামে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের অস্ত্রের আঘাতে ৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে এ ডাকাতির ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শিবচর থানা পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার গভীর রাতে শিবচর উপজেলার আর্য দত্তপাড়া গ্রামের বাচ্চু মাদবরের বাড়ির দরজা ভেঙে ডাকাতরা ঘরে প্রবেশের চেষ্টা করে। পুলিশ খবর পেয়ে ডাকাতদের ধাওয়া করলে ডাকাতরা ওই স্থান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর পুলিশ অন্যত্র সরে গেলে একই গ্রামের পাশের বাড়ি হাসেম মাদবর (৮৫) ও ইসহাক মাদবরের (৭০) ঘরের দরজা ভেঙে প্রায় ১১/১২ জনের একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে। ডাকাতরা হাসেম মাদবরের ঘর থেকে ৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকা নিয়ে যায়। এ সময় ডাকাতরা গৃহকর্তা হাসেম মাদবর ও তার স্ত্রী আমিরন নেছাকে (৬২) পিটিয়ে আহত করে। স্বর্ণ ব্যবসায়ী শওকত হোসেনের বাবা ইসহাক মাদবরের ঘর থেকে ডাকাতি হওয়া মালামালের পরিমান জানা যায়নি। ডাকাতরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। তাকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার মিয়া জানান, ডাকাতির খবর পেয়ে দত্তপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শাজাহান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। একেএম নাসিরুল হক/এসএস/এমএস
Advertisement