জাতীয়

কেন্দ্রীয় কারাগারে মীর কাসেম

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের রায় ঘোষণাকে কেন্দ্র করে জামায়াতের কর্মপরিষদ সদস্য ও দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান মীর কাসেম আলীকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। তাকে বহনকারী প্রিজনভ্যানটি শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটে কাশিমপুর থেকে রওয়ানা হয়ে আড়াইটার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়।

Advertisement

 

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী বলেন, মীর কাসেম আলীকে বহনকারী প্রিজনভ্যানটি দুপুর আড়াইটার দিকে কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে।

 

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সুপার মজিবর রহমান জানান, রোববার সকালে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল-২ মীর কাসেমের বিরুদ্ধে আনীত ১৪টি অপরাধের বিচারের রায় ঘোষণা করবে।

 

২০১৩ সালের ১৮ নভেম্বর মীর কাসেম আলীর বিরুদ্ধে প্রসিকিউশনের বিচারকাজ শুরু হয়। ১১ ডিসেম্বর শুরু হয় সাক্ষ্যগ্রহণ। ২০১৪ সালে ৫ সেপ্টেম্বর ১৪টি অভযোগে অভিযুক্ত করে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল।

Advertisement