করোনা আক্রান্ত মায়ের গর্ভে থাকা সন্তানের মধ্যে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। এমনকি করোনা আক্রান্ত মায়ের বুকের দুধ থেকেও শিশুর মধ্যে করোনা সংক্রমণের কোনো প্রমাণ নেই। রোববার (১২ এপ্রিল) দুপুরে করোনাভাইরাস বিষয়ক সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সরাসরি অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা।
Advertisement
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্যের ভিত্তিতে করোনায় আক্রান্ত মায়ের গর্ভে থাকা সন্তান করোনায় আক্রান্ত হয় কিনা, পশুপাখির মাধ্যমে এ রোগ ছড়ায় কিনা এবং রক্তের মাধ্যমে ছড়ায় কিনা এই তিনটি প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।
ডা. সানিয়া তাহমিনা বলেন, ‘কয়েকটি প্রশ্ন মানুষের মধ্যে থাকতে পারে। মা যদি আক্রান্ত হয়, তাহলে তার গর্ভে থাকা শিশু করোনায় আক্রান্ত হতে পারে কি না? এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি যে, গর্ভবতী মায়ের জরায়ুতে যে সন্তান আছে, তার মধ্যে কোনো ইনফেকশন ছড়ায় বা করোনা হয়। বুকের দুধ থেকে ছড়ায়, এমন প্রমাণও পাওয়া যায়নি।’
তিনি বলেন, ‘জন্মগ্রহণ করেছে এমন শিশুর মধ্যে করোনা পাওয়া গেছে। সেটার কারণ হতে পারে মা হয়তো যথাযথ প্রোটেকশন (সুরক্ষা) না নিয়ে বাচ্চাকে ধরেছেন অথবা বাচ্চাকে বুকের দুধ খাইয়েছেন। গর্ভফুল কিংবা বুকের দুধের মাধ্যমে করোনা ছড়ায় এমন কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। সুতরাং মা বুকের দুধ খাওয়ানোর আগে অবশ্যই ভালো করে ২০ সেকেন্ড ধরে হাত ধুয়ে নেবেন। মাস্ক পরবেন ভালোভাবে। মাস্ক পরার পর আবার হাত ধুয়ে বাচ্চাকে স্পর্শ করবেন।’
Advertisement
পশুপাখির মাধ্যমে ছড়ায় কি না এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদফতরের এই অতিরিক্ত মহাপরিচালক বলেন, ‘করোনা প্রথম হয়েছিল চিনের উহানের একটা মার্কেট থেকে। যেখানে জীবন্ত পশুপাখি বেচাকেনা হয়। এখন পর্যন্ত উহান বা প্রথম ট্রান্সমিশন ছাড়া পশুপাখি, কুকুর কিংবা বিড়ালের মাধ্যমে করোনা ছড়ায় এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে পশুপাখিকে হাত দিয়ে স্পর্শ করার পর অবশ্যই হাত ধুয়ে নেব আমরা। কারণ, তার গায়েও থাকতে পারে। এই ভাইরাস সম্পর্কে আমরা যেহেতু অনেক কিছু নিশ্চিতভাবে জানি না, সুতরাং প্রত্যেক ক্ষেত্রে হাত ধোয়ার গুরুত্ব অনেক বেশি।’
রক্তের মাধ্যমে ছড়ায় কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আরেকটি জিনিস, এটি রক্তের মাধ্যমে ছড়ায় কি না? এখন পর্যন্ত আমরা এটা জানি না, রক্তের মাধ্যমে অথবা কেটে গেলে, ছুলে গেলে করোনা ছড়ায় কিনা। এই বিষয়গুলো আমরা জানি না। সুতরাং যেগুলো জানি না, সে বিষয়ে আমরা সতর্ক থাকব।’
পিডি/এমএফ/এমএস
Advertisement