দেশজুড়ে

কুষ্টিয়ায় আইসোলেশন ওয়ার্ডে নারীর মৃত্যু

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা ৪৩ বছর বয়সী এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় তার মৃত্যু হয়।

Advertisement

ওই গৃহবধূ জেলার মিরপুর উপজেলার আমলা মাহদীপুর গ্রামের বাসিন্দা। গত ১০ এপ্রিল করোনা উপসর্গ নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গেলে তাকে আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) তাপস কুমার সরকার বলেন, গত শুক্রবার (১০ এপ্রিল) সর্দি, জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টসহ নানা উপসর্গ নিয়ে এক গৃহবধূকে হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। অসুস্থ ওই গৃহবধূকে আইসোলেশনে নেয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছিল।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ইতোমধ্যে তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে বলে জানান ডা. তাপস কুমার সরকার।

Advertisement

আল মামুন সাগর/এফএ/এমএস