ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ উপজেলায় করোনার উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা ও রাতে তাদের মৃত্যু হয়। এ ঘটনার পর করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। একই সঙ্গে তাদের বাড়ি লকডাউন করে লাল পতাকা টানিয়ে দিয়েছে প্রশাসন।
Advertisement
ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, শনিবার রাত ১১টার দিকে কালীগঞ্জ উপজেলার খাঞ্জাপুর গ্রামের এক বৃদ্ধকে শ্বাসকষ্ট, জ্বর, ঠান্ডা ও কাশি নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে সন্ধ্যায় প্রচন্ড জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধা মারা যান। সিভিল সার্জন জানান, যেহেতু মৃতদের শরীরে করোনার কিছু লক্ষণ রয়েছে তাই নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ফলাফল আসলেই বোঝা যাবে তাদের শরীরে করোনার সংক্রমণ ছিল কি-না।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত বিভিন্ন জেলা থেকে ঝিনাইদহে এসেছেন ১০৯ জন। যাদের বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।
আব্দুল্লাহ আল মাসুদ/আরএআর/পিআর
Advertisement