করোনার সংক্রমণরোধে নৌপথে নজরদারি বাড়িয়েছে নৌ পুলিশ। নৌ পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলামের নির্দেশে ইতোমধ্যে পাঁচটি জাহাজ মোতায়েন করা হয়েছে।
Advertisement
শনিবার (১১ এপ্রিল) থেকে মীর কাদিম, শীতলক্ষ্যা, ধলেশ্বরী, কলাগাছিয়া, গজারিয়ায় দুটি; হাইমচর, চররাজেশ্বর, হরিনা, নীলকমলে দুটি এবং পাটুরিয়া, আরিচা সংলগ্ন পদ্মানদীতে একটি জাহাজ অবস্থান করে দায়িত্ব পালন শুরু করেছে।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাহাজগুলো সংশ্লিষ্ট এলাকায় অবস্থান করে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে নৌ পুলিশের অতিরিক্ত এসপি ফরিদা বানু।
তিনি জানান, সচেতনতা বৃদ্ধি, জীবাণুনাশক দিয়ে নৌযানসমূহ করোনাভাইরাস মুক্ত করা, স্যানিটাইজার, হ্যান্ডওয়াস ও সাবান দিয়ে নিয়মিতভাবে হাত পরিষ্কার করা; হাঁচি, কাশির সময় টিস্যু ব্যবহার এবং কেউ যেন ঘাট এলাকায় যত্রতত্র ঘুরে না বেড়ায়-এ বিষয়গুলো নজরদারি করছে নৌ পুলিশ।
Advertisement
তিনি আরও বলেন, জাহাজগুলোর পাশাপাশি স্থানীয়ভাবে নৌ পুলিশ স্টেশনের স্পিড বোটগুলো নিজস্ব জনবল নিয়ে কাজ করছে। করোনার সময় বড় বড় নৌযান বন্ধ থাকায় অনেকেই ছোট ছোট ট্রলারে করে নদী পার হতে চেষ্টা করছেন। যারা নিয়ম ভেঙে নদীতে যাতায়াতের চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেইউ/এসআর/পিআর