রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাঙলার পাঠশালা তৃতীয়বারের মতো সরদার ফজলুল করিম দর্শন পদক ও দর্শন সম্মাননা প্রদান করা হয়েছে। বুধবার সকাল ১০টায় সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে দর্শন বিভাগের প্রয়াত অধ্যাপক ও দার্শনিক ড. রমেন্দ্রনাথ ঘোষকে মরণোত্তর দর্শন পদক ও কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হককে দর্শন সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা পদক প্রদান করেন রাবি উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ মিজানউদ্দিন। রমেন্দ্রনাথ ঘোষের পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন তার সহধর্মিনী ছন্দা ঘোষ।এর আগে ২০১৩ সালে প্রথমবার এই পদক পান রাজশাহী সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের সদ্য প্রয়াত অধ্যাপক পারভেজ ইমাম এবং দ্বিতীয় বার ২০১৪ সালে পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. হারুন রশীদ।সরদার ফজলুল করিম দর্শন সম্মাননা-২০১৫ এ অধ্যাপক সনৎ কুমার সাহা এর নেতৃত্বে ড. রমেন্দ্রনাথ ঘোষের ‘ভারতীয় দর্শন’ ও ‘রামেন্দ্রনাথ ঘোষ দার্শনিক প্রবন্ধাবলি’ এর জন্য তাকে এ পদকের জন্য মনোনীত করা হয়। পদকের সম্মানী হিসেবে ৫০ হাজার টাকা প্রদান করা হয়।এ সময় অনুষ্ঠানে অধ্যাপক এমিরেটাস অরুণ কুমার বসাক, অধ্যাপক সনৎ কুমার সাহাসহ অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে ড. রমেন্দ্রনাথ ঘোষের স্মৃতিচারণ করেন।রাবি উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন রাবি উপ-উপাচার্য প্রফেসর সারওয়ার জাহান, সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী জাহিদ ইকবাল, দার্শনিক সরদার ফজলুল হকের ডায়েরি সমন্বয়ক মার্জিয়া লিপি, অধ্যাপক সৌমিক রেজা, দর্শন বিভাগের অধ্যাপক আকতার আলী, কথা সাহিত্যক মামুন হুসাইন প্রমুখ।এ সময় অনুষ্ঠানে রাজশীহী বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগসহ অন্যান্য বিভাগের প্রায় দুই শত শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।রাশেদ রিন্টু/এসএস/এমএস
Advertisement