চুয়াডাঙ্গার জীবননগরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার হাসাদহ গ্রামে তার মৃত্যু হয়। করোনা পরীক্ষার জন্য তার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকার চারটি বাড়ি লকডাউন করা হয়েছে।
Advertisement
জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুলিয়েট পারউইন জানান, উপজেলার খয়েরহুদা গ্রামের আব্দুল লতিফের স্ত্রী মেহেরজান (৭৫) চারদিন আগে মেয়ের বাড়ি একই উপজেলার হাসাদহ গ্রামে বেড়াতে যান। সেখানে গিয়ে জ্বর ও পাতলা পায়খানায় আক্রান্ত হন। এ অবস্থায় শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
তবে তিনি কোনো ডাক্তারের পরামর্শ নেননি। মৃত্যুর পর তার মরদেহ নিজ গ্রাম খয়েরহুদায় নেয়া হয়। বিষয়টি জানাজানি হলে রাতে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরে ওই এলাকার চারটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে বলে জানান ডা. জুলিয়েট পারউইন।
সালাউদ্দীন কাজল/আরএআর/পিআর
Advertisement