প্রবাস

আমিরাতে বাংলাদেশিদের পাশে ‘তাফ-হিম’

করোনাভাইরাসের এ দুর্যোগকালীন সময়ে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশিদের সহায়তা দিচ্ছে শেখ পরিবারের প্রতিষ্ঠান ‘তাফ-হিম’। প্রতিষ্ঠানের চেয়ারম্যান শেখ সাইদ বিন হাশের আল মাকতুমের পৃষ্ঠপোষকতায় এ সহায়তা দেয়া হচ্ছে।

Advertisement

আমিরাতে বসবাসরত বাংলাদেশের জনগণকে খাদ্য, টেলিফোন ভাউচার, প্রত্যাবাসনের জন্য সহায়তা, স্বাস্থ্যকর জিনিসপত্র, মাস্ক, গ্লাভস ও স্যানিটাইজার দিচ্ছে প্রতিষ্ঠানটি।

মূলত ‘তাফ-হিম’ দক্ষ শ্রমিকদের স্বল্পব্যয় নিয়ন্ত্রিত মাইগ্রেশন সম্পর্কিত একটি প্রতিষ্ঠান। কোভিড-১৯ এর এ সময়ে মানুষের সাহায্যে এই প্রতিষ্ঠানটি বেশ কয়েকদিন ধরে আমিরাতে কাজ করে যাচ্ছে।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান মনে জানান, এটি এমন একটি সময় আমরা আমাদের স্বাভাবিকতা ফিরিয়ে আনতে আমরা সকলেই এক হয়ে কাজ করতে হবে। এখন যত্ন নেয়া, ভাগাভাগি করে যুক্ত হওয়ার সময়। নিরাপদে থাকুন ঘরে সবাই।

Advertisement

উল্লেখ্য, প্রাণঘাতী করোনা ভাইরাসে আরব আমিরাতে এখন পর্যন্ত ৩ হাজার ৭৩৪ জন আক্রান্ত হয়েছে। আর এ ভাইরাসে দেশটিতে এখন পর্যন্ত প্রাণ গেছে ২০ জনের।

এফআর