করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বই এখন ঘরে বন্দী। প্রতিটি দেশের ক্ষমতাধর ব্যক্তি থেকে শুরু করে খেটেখাওয়া মানুষটা পর্যন্ত ঘর থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। ঘরে থাকলেই কেবল করোনাভাইরাস থেকে মুক্তি মিলবে।
Advertisement
অন্যদের মত নিজের ঘরেই বন্দীত্ব জীবন তথা কোয়ারেন্টাইন জীবন পার করছেন আর্জেন্টাইন ফুটবল সম্রাট দিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের বেলা ভিস্তায় থাকেন ১৯৮৬’র এই বিশ্বকাপজয়ী।
জিমনেসিয়া ক্লাবের কোচ ম্যারাডোনা রয়েছেন তার প্রতিবেশি জনি এসপোসিটো এবং তার বন্ধু চার্লির সঙ্গে থাকছেন আপাতত। সে সঙ্গে অপেক্ষায় আছেন কত দ্রুত আবার ফুটবল মৌসুম শুরু হবে।
আর্জেন্টাইন পত্রিকা ওলে এই সময়ে ম্যারাডোনার বাড়িতে প্রবেশ করতে সক্ষম হয় এবং কোয়ারেন্টাইনে কিভাবে সময় কাটাচ্ছেন- তার বিস্তারিত বের করে। তবে, স্পেশাল কিছুই নয়, সাধারণত প্রতিটি দিন যেভাবে কাটে, সেভাবেই কাটাচ্ছেন ম্যারাডোনা।
Advertisement
তবে ম্যারাডোনাকে বাইরেও বের হতে হচ্ছে। নিয়মিত তাকে দেখা করতে হচ্ছে তার ডাক্তারের সঙ্গে। এছাড়া কিনিজিওলোজিস্টের কাছ থেকে যে চিকিৎসা তিনি নিচ্ছেন, সেগুলোও নিয়মিত চালিয়ে যেতে হচ্ছে।
প্রতিদিন তার রুটিন হচ্ছে, সকাল ১১টায় ঘুম থেকে ওঠেন। উঠেই তার প্রথম কাজ হলো জিমনেসিয়ায় তার অ্যাসিস্ট্যান্ট কোচ সেবাস্তিয়ান মেন্ডেজের সঙ্গে দিনের রুটিন তৈরি করা। এই ফাঁকা সময়টাতে সাইক্লিং করেই বেশি সময় কাটছে তার। এছাড়া টিভিতে সংবাদ দেখা কিংবা পুরনো কোনো ফুটবল ম্যাচ দেখাই এখন তার বড় কাজ।
একজন কোচ হিসেবে ম্যারাডোনার প্রত্যাশা, চলতি মৌসুমে জিমনেসিয়ার যেসব বাকি ম্যাচ রয়েছে, সেগুলো যেন শেষ করতে পারেন। কিন্তু সেটা কবে সম্ভব, তা আদৌ কারো জানা নেই।
আর্জেন্টিনায় এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১৯৭৫ জন। এর মধ্যে মৃত্যু বরণ করেছেন ৮৩ জন এবং সুস্থ হয়েছেন ৪৪০ জন।
Advertisement
আইএইচএস/