খেলাধুলা

করোনায় আক্রান্ত ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ফুটবলার

করোনাভাইরাস পুরো পৃথিবীকেই গ্রাস করে ফেলেছে। নাম ধাম আর পদ-পদবির তোয়াক্কা করছে না ভয়ংকর এই রোগটি। এবার করোনার কবলে পড়লেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার নরমান হান্টার।

Advertisement

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৬ বছর বয়সী হান্টার। বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডারের কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবরটি নিশ্চিত করেছে তার সাবেক ক্লাব লিডস ইউনাইটেড।

ইংলিশ ক্লাবটি এক বিবৃতিতে হান্টারকে সাহস দিয়ে বলেছে, ‘লড়াই চালিয়ে যাও হান্টার, আমরা সবাই তোমার সাথে আছি।’

১৫ বছরের ক্যারিয়ারে লিডসের জার্সিতে ৭২৬টি ম্যাচ খেলেছেন হান্টার। দু’টি লিগ শিরোপাও জিতেছেন। ১৯৭৫ সালে লিডসের হয়ে ইউরোপিয়ান কাপের ফাইনালে খেলেছেন তিনি, যে ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে হেরে শিরোপা স্বপ্ন ভাঙে হান্টারদের।

Advertisement

১৯৬৫ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ২৮টি ম্যাচ খেলেছেন হান্টার। স্যার আল্ফ রামসে’র অধীনে ১৯৬৬ বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সাবেক এই সেন্টার ব্যাক।

এমএমআর/এমকেএইচ