টাঙ্গাইল থেকে চার ট্রাকে করে সাতক্ষীরায় ফিরেছেন ৪২০ জন ইটভাটা শ্রমিক। শনিবার সন্ধ্যা ৬টার দিকে পুলিশ প্রটোকলের মধ্য দিয়ে সাতক্ষীরা শহর দিয়ে ট্রাকভর্তি শ্রমিকদের নিয়ে যাওয়া হয় শ্যামনগর উপজেলায়।
Advertisement
এসব শ্রমিক শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এদেরকে প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টাইনে রাখা হবে বলে জানিয়েছে প্রশাসন।
এর আগে শনিবার দুপুরে চার ট্রাকে টাঙ্গাইল থেকে সাতক্ষীরা ফেরার পথে ট্রাকগুলো আটক করে ঝিনাইদহ জেলা পুলিশ। এরপর পুলিশ বেষ্টনীর মধ্য দিয়ে তাদের আনা হয় সাতক্ষীরায়।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অজয় কুমার সাহা বলেন, এসব শ্রমিকের স্বাস্থ্যবিষয়ক পরীক্ষা-নিরীক্ষা করবেন স্বাস্থ্যকর্মীরা। এদের কোয়ারেন্টাইন দেখভাল করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
Advertisement
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজার গিফারী বলেন, টাঙ্গাইল থেকে আগত ৪২০ জন শ্রমিককে হোম কোয়ারেন্টাইন বা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আগামী ১৪ দিন রাখা হবে। সে লক্ষ্যে ইতোমধ্যে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
আকরামুল ইসলাম/এএম/এমকেএইচ