দেশজুড়ে

চার ট্রাকভর্তি ১৫০ শ্রমিক পুলিশের হাতে আটক

টাঙ্গাইল থেকে সাতক্ষীরায় যাওয়ার পথে ঝিনাইদহের বিষয়খালী বাজার এলাকায় চার ট্রাকভর্তি ১৫০ জন শ্রমিককে আটক করেছে পুলিশ।

Advertisement

তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সাতক্ষীরা জেলা পুলিশ ও জেলা প্রশাসনকে অনুরোধ জানিয়েছে ঝিনাইদহ পুলিশ। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়। তারা সবাই ইটভাটার শ্রমিক। তাদের সবার বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলায়।

ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামান বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে টাঙ্গাইল থেকে কয়েকটি ট্রাকে বিপুল সংখ্যক শ্রমিক সাতক্ষীরায় যাচ্ছেন- এমন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহের বিষয়খালী বাজার এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ।

এ সময় ট্রাকভর্তি নারী-পুরুষ ও শিশুসহ ১৫০ জনের অধিক শ্রমিককে আটক করা হয়। পরে সাতক্ষীরা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে এসব শ্রমিককে কোয়ারেন্টাইনে রাখা এবং ট্রাক চালকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়। এরপর তাদের সাতক্ষীরায় পাঠানো হয়।

Advertisement

এসপি আরও বলেন, ট্রাক চালকরা ২০ থেকে ২৫ হাজার টাকার বিনিময়ে এসব শ্রমিককে বহন করছিলেন। ট্রাকগুলোর কাগজপত্র ও চালকদের ড্রাইভিং লাইসেন্স জব্দ করে পুলিশ।

আব্দুল্লাহ আল মাসুদ/এএম/পিআর