জনপ্রিয় ম্যাগাজিন ‘প্লেবয়’ নগ্ন ফটোশুটের জন্য বরাবরই বিখ্যাত। বিশেষ করে এর প্রতি সংখ্যার প্রচ্ছদেই দেখা যায় নানা উত্তেজক ভঙ্গিমায় নারী মডেলদের খোলামেলা ছবি। বিবিসি সূত্রে জানা গেছে, পত্রিকাটি সম্প্রতি নতুন এক সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে আর কোনো নগ্ন ছবি ষাট বছরের পুরোনো ম্যাগাজিনটির প্রচ্ছদে দেখা যাবে না। প্লেবয় কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, নারী দেহের নগ্ন ছবি আর প্রচ্ছদে থাকছে না। এমনই বাক্য এসেছে ম্যাগাজিনটির অন্যতম জ্যেষ্ঠ সম্পাদক কোরি জোনসের কাছ থেকে। তার এ আনুষ্ঠানিক বক্তব্যকে স্বাগত জানিয়েছেন ম্যাগাজিনটির প্রধান হিউ হেফনার।তাই আগামী মার্চ মাসে প্লেবয় সংখ্যার প্রচ্ছদে নারী দেহের কোনো উত্তেজক ছবি দেখা যাবে না। এ নিয়ে দারুণ হৈ চৈ পড়ে গেছে বিশ্ব সেলেব দুনিয়ায়। তবে সবাই এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। মার্কিন তথা সারাবিশ্বের পুরুষদের ঘুম কেড়ে নেওয়া এ ম্যাগাজিনটির বর্তমান বিক্রি মাত্র ৮ লাখ কপি। অথচ ১৯৭৫ সালে এটি দেদার বিক্রি হয়েছে। কাটতিতে এর সংখ্যা ছিল ৫৬ লক্ষ! ১৯৭২’র নভেম্বর মাসে এটা ছিল ৭০ লাখের দিকে।সেসময় নগ্নতার প্রতিবাদে যারা প্লেবয়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তারাও নির্দ্বিধায় মেনে নিয়েছিলেন ম্যাগাজিনটির জনপ্রিয়তা।তবে সম্প্রতি ৬২ বছর বয়সী এ ম্যাগাজিন ওয়েব ট্রাফিকের বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে তাদের নতুন এ সিদ্ধান্ত নিয়েছে। গত আগস্ট মাসেই ওয়েবসাইট থেকে নগ্নতা সরিয়ে ফেলেছিল তারা। ফলস্বরূপ ওয়েব-ট্রাফিক ৪ মিলিয়ন থেকে এক লাফে হয়ে গিয়েছিল ঠেকেছিল ১৬ মিলিয়নে। তাই সর্বশেষ এলো আনুষ্ঠানিক এ ঘোষণা।প্লেবয় প্রথম প্রকাশ হয় ১৯৫৩ সালে। প্রথম সংখ্যার প্রচ্ছদ মডেল ছিলেন মেরিলিন মনরো। তারপর থেকে এই ম্যাগাজিনের প্রচ্ছদে মডেল হয়েছেন বিশ্ব বরেণ্য তারকারা।এলএ/এমএস
Advertisement