দেশজুড়ে

ঢাকা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে অসুস্থ এক পরিবারের ৫ জন

লকডাউনের মধ্যে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঢাকা থেকে অ্যাম্বুলেন্সযোগে বাগেরহাটে আসা একই পরিবারের পাঁচজনসহ ছয়জনকে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

Advertisement

শনিবার (১১ এপ্রিল) দুপুরে সদর হাসপাতালের আইসোলেশনে তাদের ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) বেলফার হোসেন।

খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা থেকে পালিয়ে বাগেরহাট সদরের বারুইপাড়া ইউনিয়নের কোদলা গ্রামের বাড়িতে এসে অসুস্থ হন নারী-শিশুসহ এক পরিবারের পাঁচজন। তাদের শরীরে জ্বর-সর্দিসহ করোনার উপসর্গ থাকায় আইসোলেশনে ভর্তি করা হয়। তাদের পাশাপাশি হাসপাতালে ভর্তি থাকা এক বৃদ্ধাকে (৭০) আইসোলেশনে নেয়া হয়েছে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) বেলফার হোসেন বলেন, লকডাউনের মধ্যে রাজধানী ঢাকা থেকে পালিয়ে বাগেরহাট গ্রামের বাড়িতে আসেন এক পরিবারের পাঁচজন। পরে তারা সবাই অসুস্থ হন। শনিবার দুপুরে সদর হাসপাতালের আইসোলেশনে তাদের ভর্তি করা হয়েছে। তাদের সঙ্গে আরেক বৃদ্ধাকেও আইসোলেশনে ভর্তি করা হয়েছে। তাদের সবার শরীরে উচ্চমাত্রায় জ্বর-সর্দিসহ করোনার উপসর্গ রয়েছে। ছয়জনের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

শওকত আলী/এএম/এমকেএইচ