ভারতে করোনা লকডাউনের কারণে ভিন্ন রাজ্যে কাজ করতে গিয়ে আটকে পড়া কয়েক হাজার শ্রমিক খাদ্যের দাবিতে বিক্ষোভ করেছেন। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গুজরাটের সুরাট শহরে কর্মরত শ্রমিকরা শুক্রবার রাতে রাস্তায় বেরিয়ে পড়ে অগ্নিসংযোগ ও ইট-পাথর ছোড়া শুরু করেন।
Advertisement
তাদের দাবি, হয় খাদ্যের ব্যবস্থা করা হোক অথবা নিজের রাজ্যে ফিরে যেতে দেওয়া হোক। সুরাটে কাজ করতে গিয়ে আটকে পড়া শ্রমিকরা জানিয়েছেন, কিছু স্বেচ্ছাসেবী সংগঠন হয়তো কোনো একদিন একবেলা খাবার দিচ্ছে কিন্তু বাকি সময় না খেয়ে থাকতে হচ্ছে তাদের।
স্বেচ্ছাসেবী সংগঠনগুলো বলছে, সরকার যদি এদের জন্য খাবার আর কিছু অর্থের সংস্থান না করে, অন্য রাজ্যেও এরকম বিক্ষোভে নামতে বাধ্য হবে আরও অসংখ্য মানুষ। দেশজুড়ে ২১ দিনের লকডাউন জারি করায় ভারতের কোটি কোটি মানুষ না খেয়ে দিনাতিপাত করছে।
এদিকে ভারতে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশজুড়ে টানা তিন সপ্তাহের লকডাউনের মেয়াদ বাড়ানোর জন্য বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের অনুরোধ বিবেচনা করছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতে ২১ দিনের লকডাউন আগামী মঙ্গলবার শেষ হওয়ার কথা।
Advertisement
দেশটির সরকারি এক মুখপাত্র বিবিসিকে বলেন, শনিবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী লকডাউন আরও বাড়ানোর জন্য চাপ দিয়েছেন।
Gujarat:Migrant workers in Surat resorted to violence on street allegedly fearing extension of lockdown."Workers blocked road&pelted stones.Police reached the spot&detained 60-70 people.We've come to know that they were demanding to go back home",said DCP Surat,Rakesh Barot(10.4) pic.twitter.com/q09Z7lsLwR
— ANI (@ANI) April 10, 2020ইতোমধ্যে পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রের রাজ্য সরকার আজ তাদের রাজ্যে লকডাউন ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে। গতকাল একই ঘোষণা করেছিল পাঞ্জাব ও উড়িষ্যার রাজ্য সরকার। ওই দুই রাজ্যেও লকডাউন ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রয়সেস সতর্ক করে দিয়ে বলেছেন, বিশ্বব্যাপী যদি সামাজিক দূরত্বের কড়াকড়ি তাড়াতাড়ি তুলে নেয়া হয়, তাহলে করোনাভাইরাসের ভয়াবহ বিস্তার ঘটতে পারে।
Advertisement
এসএ