আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো দেশের অষ্টম বিভাগ ময়মনসিংহ। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা এই চার জেলা নিয়ে গঠিত বিভাগটির গেজেট মঙ্গলবার প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত ১৪ সেপ্টেম্বর দেশের অন্যতম বৃহৎ জেলা ময়মনসিংহসহ চার জেলা নিয়ে বিভাগ গঠনের সিদ্ধান্ত নিকারের বৈঠকে অনুমোদন পায়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ বিভাগের ঘোষণা দেন। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা-২ এর প্রজ্ঞাপনে সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী স্বাক্ষরিত এক গেজেটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হলো বিভাগটি। নবগঠিত এই বিভাগের আয়তন ১৩ হাজার ৬৩১.১২ বর্গকিলোমিটার। ঢাকা বিভাগকে ভেঙে নবগঠিত ময়মনসিংহ বিভাগের চারটি জেলার মধ্যে রয়েছে মোট ২৪টি আসন, উপজেলা ৩৫টি, থানা ৩৭টি, পৌরসভা ২৬টি, ইউনিয়ন ৩৫২টি এবং গ্রাম ৭ হাজার ৩০টি। এসএইচএস/এআরএস/পিআর
Advertisement