দেশজুড়ে

নরসিংদী হাসপাতালের মালির স্ত্রীরও করোনা পজিটিভ

নরসিংদী জেলা হাসপাতালের মালি করোনাভাইরাসে আক্রান্তে পর এবার তার স্ত্রী’ও আক্রান্ত হয়েছেন। এ নিয়ে নরসিংদী জেলায় মোট ৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

Advertisement

এছাড়া হাসাপাতালের মালির সংস্পর্শে আসা চিকিৎসকসহ হাসপাতালের ১১ জন কর্মকর্তা কর্মচারীর নমুনা সংগ্রহ করা হলেও তাদের রিপোর্ট নেগেটিভ এসেসে। শনিবার বিকেলে নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, আইইডিসিআর এ পরীক্ষার পর গত বুধবার নরসিংদী জেলা হাসপাতালের এক মালির করোনা পজিটিভ ধরা পড়ে। ওই মালি জেলার রায়পুরা উপজেলার ডৌকার চর ইউনিয়নের বাসিন্দা। এরপর তার স্ত্রী ও তিন সন্তানসহ হাসপাতালের ৫ জন ডাক্তার ও নার্সকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। পরে মালির সংস্পর্শে আসা হাসপাতালের ১১ জন কর্মকর্তা কর্মচারীর নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়। নমুনা পরীক্ষায় সকলের করোনা নেগেটিভ এলেও মালির স্ত্রীর (৩৫) করোনা পজিটিভ ধরা পড়ে।

এ নিয়ে নরসিংদী জেলায় ৪ জন করোনা রোগী শনাক্ত হলো। এর মধ্যে জেলার পলাশ উপজেলায় একজন ও রায়পুরা উপজেলায় ৩ জন।

Advertisement

এছাড়া নরসিংদীতে করোনা উপসর্গের কারণে ৯৫ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়। পর্যায়ক্রমে এসব ফলাফল পাওয়া যাবে। এছাড়া নারায়ণগঞ্জ থেকে করোনা উপসর্গ নিয়ে আগত সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে আসা এক অন্তঃসত্ত্বা গার্মেন্ট শ্রমিকের মৃত্যু হলেও এখনও পর্যন্ত তার ফলাফল পাওয়া যায়নি বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন।

সঞ্জিত সাহা/এমএএস/জেআইএম