দেশজুড়ে

৭২২ মসজিদের ইমাম-মুয়াজ্জিন পাচ্ছেন সাত লাখ টাকা

বান্দরবানের সাত উপজেলার ৭২২ মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে আর্থিক সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন বান্দরবান জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর।

Advertisement

শনিবার সকালে (১১ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন তিনি। মোজাম্মেল হক বাহাদুর বলেন, করোনা পরিস্থিতিতে অনেক কষ্টে জীবিকা নির্বাহ করছেন জেলার ইমাম-মুয়াজ্জিনরা। এই পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী যেন তারা কিনতে পারেন সেজন্য জেলা পরিষদ থেকে আর্থিক সহায়তা দেয়া হবে। আগামী সোমবার থেকে ইমাম-মুয়াজ্জিনদের কাছে আর্থিক সহায়তা পৌঁছে যাবে।

খোঁজ নিয়ে জানা যায়, বান্দরবান সদরের ১৩০, রোয়াংছড়ি উপজেলার ১১, রুমা উপজেলার ছয়, থানচি উপজেলার তিন, আলীকদম উপজেলার ৬২, লামা উপজেলার ২৬০ এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার ২৫০ মসজিদের ইমাম-মুয়াজ্জিনকে আর্থিক সহায়তা দেয়া হবে। ৭২২ মসজিদের ইমাম-মুয়াজ্জিনের জন্য সাত লাখ ২২ হাজার টাকা বরাদ্দ ধরা হয়েছে।

সৈকত দাশ/এএম/এমকেএইচ

Advertisement