জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় নারায়ণগঞ্জ ফেরত দুই নারী এবং বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক বাবুর্চি করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুরের সিভিল সার্জন।
Advertisement
জামালপুরের সিভিল সার্জন ডা. আবু সাঈদ মো. মাহবুবুর রহমান জানান, নারায়ণগঞ্জ ফেরত দেওয়ানগঞ্জ পৌরসভার চরভবসুর সর্দারপাড়া এলাকার ৪২ ও ৩৯ বছর বয়সী দুই নারী এবং বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩৮ বছর বয়সী বাবুর্চির শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয়। শুক্রবার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শনিবার বিকেলে ওই তিনজনের নমুনা রিপোর্টে করোনা পজিটিভ আসে। করোনা আক্রান্তরা নারায়ণগঞ্জে পোশাক শ্রমিক হিসেবে কর্মরত। ওই দুই নারী সম্প্রতি ছুটিতে দেওয়ানগঞ্জের চরভবসুর সর্দারপাড়া নিজ গ্রামে আসে এবং ওই বাবুর্চি বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে বসবাস করতো।
তাদের তিনজনকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের করোনা ইউনিটের আইসোলেশনে নিয়ে আসতে ডেপুটি সিভিল সার্জনের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের টিম রওনা দিয়েছে। এই তিনজনকে নিয়ে জামালপুর জেলায় সর্বমোট ৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
Advertisement
এসএএস/এমকেএইচ