দেশজুড়ে

নারায়ণগঞ্জ থেকে লালমনিরহাটে এসে করোনা পজিটিভ

লালমনিরহাট সদর উপজেলায় গোকুন্ডা ইউনিয়নের গুড়িয়া দহগ্রামে একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। জেলায় তিনিই প্রথম করোনা আক্রান্ত রাগী। প্রশাসন ওই এলাকার ৫টি গ্রাম লকডাউন ঘোষণা করেছে।

Advertisement

শনিবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে ৩ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ৩ জনের মধ্যে ৩১ বয়সী এক যুবকের রিপোর্টে করোনা পজিটিভ আসে। আক্রান্ত ওই ব্যক্তি লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের গুড়িয়া দহগ্রামের বাসিন্দা।

লালমনিরহাট সিভিল সার্জন সূত্র জানায়, ওই ব্যক্তি নারায়ণগঞ্জে রাজমিস্ত্রির কাজ করতেন। কয়েকদিন আগে বাড়িতে আসেন। এরপর বাড়িতে অসুস্থ হলে তার করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শনিবার বিকেলে ওই যুবকের রিপোর্ট পজিটিভ আসে।

লালমনিরহাট জেলা প্রসাশক আবু জাফর বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই এলাকার ৫টি গ্রাম ও তিনটি রাস্তা লকডাউন ঘোষণা করা হয়েছে।

Advertisement

রবিউল হাসান/এফএ/এমকেএইচ