দেশজুড়ে

নারায়ণগঞ্জ থেকে ঠাকুরগাঁওয়ে যাওয়া তিনজন করোনায় আক্রান্ত

ঠাকুরগাঁওয়ের দুই উপজেলায় তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার।

Advertisement

জেলা স্বাস্থ্য বিভাগ জানান, ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় দুজন ও পীরগঞ্জ উপজেলায় একজন মোট তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত ৮৮ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।

আক্রান্ত ব্যক্তিরা নারায়ণগঞ্জ জেলা থেকে সম্প্রতি নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এসেছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়েছে। সেই সঙ্গে তাদের বসবাসরত গ্রাম লকডাউন করা হয়েছে। এ জেলা থেকে প্রথম করোনায় আক্রান্ত হলো তারা।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার জানান, আক্রান্ত রোগীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে আছে। তাদের চিকিৎসায় চিকিৎসকরা তৎপর রয়েছে। তবে আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন হয়ে হোম কোয়ারেইন্টেনে থাকার পারামর্শ দেন তিনি।

Advertisement

এমএএস/জেআইএম