দেশজুড়ে

বাজারে কেনাকাটায় অভিনব পথ দেখাল র‌্যাব

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে টাঙ্গাইল শহরের বাজারগুলোতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে অভিনব পথ দেখাল র‌্যাব-১২।

Advertisement

শনিবার (১১ এপ্রিল) বাজারে প্রবেশ ও বের হওয়া এবং বাজার কেনাকাটা করতে জনসাধারণের সামাজিক দূরত্ব নিশ্চিতে বৃত্ত এঁকে দেয় র‌্যাব।

বৃত্তের ভেতরে থেকে সহজেই হাটাচলা ও বাজারে কেনাকাটা করা যায়। সেই সঙ্গে বাজারে ঢুকতে ও বের হতে সবাইকে হাত ধোয়া ও জীবাণুনাশক স্প্রে বাধ্যতামূলক করা হয়েছে। এতে বাজারে আসা লোকজনের মধ্যে সচেতনতা বাড়ছে। র‌্যাবের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সবাই।

র‌্যাব-১২ সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত বলেন, করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে হাটবাজারে সামাজিক দূরত্ব নিশ্চিত করা প্রায় অসাধ্য হয়ে পড়েছিল। নানা পদক্ষেপ নেয়ার পরও জনসাধারণকে সামাজিক দূরত্বের আওতায় আনা যাচ্ছিল না। এমতাবস্থায় র্যাবের নিজস্ব উদ্যোগে বাজারে বৃত্ত এঁকে দেয়া এবং জীবাণুনাশক স্প্রে করার ব্যবস্থা গ্রহণ করা হয়। এতে ভালো ফল পাওয়া যাচ্ছে। টাঙ্গাইল জেলার সব বাজারে পর্যায়ক্রমে এটি চালু করা হবে।

Advertisement

নয়া বাজার ব্যবস্থাপনা পরিদর্শন করে টাঙ্গাইল-৫ আসনের এমপি মো. ছানোয়ার হোসেন র‌্যাবের প্রশংসা করে বলেন, র্যাব ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করেছে। যা জনসাধারণের মাঝে প্রভাব ফেলতে সক্ষম হয়েছে। আশাকরি সামাজিক দূরত্ব নিশ্চিত করতে জেলার সব বাজারে এই পদ্ধতি চালু হবে।

আরিফ উর রহমান টগর/এএম/এমকেএইচ