সাহিত্য

সিবগাতুর রহমানের কবিতা

অহংকার

Advertisement

অর্থ-বিত্ত জনবল আরপেশীর বড়াই করো না,দেখো চেয়ে স্রষ্টার আছেজিকা রুবেলা ও করোনা।

যদি নেমে আসে মর্তেপারবে না তারে ফেরাতে,যতই থাকুক শক্তি সাহসদুনিয়াবাসীর করুণা।

পরাশক্তিও অসহায় আজছোট্ট অণুর কাছে!বিধাতার খেলা বুঝবে এমনসাধ্য কার আছে?

Advertisement

ভরা যৌবন রূপের বাহারপ্রাসাদ বাড়ি ও গাড়ি,যতোই তোমার থাকুক নাযেতে হবে সব ছাড়ি।

সাদা কালো আর ছোট বড়ছেড়ে সব অহংকার,শূন্য হাতেই যেতে হবেডাক এলে বিধাতার।

এসইউ/এমকেএইচ

Advertisement