বাংলা নববর্ষ বরণ ও সাংগ্রাই উদযাপনকে কেন্দ্র করে জনসমাগম এড়াতে বান্দরবান জেলার ৪১৮টি বৌদ্ধবিহার আগামীকাল রোববার (১২ এপ্রিল) থেকে ১৬ এপ্রিল পর্যন্ত লকডাউন করা হয়েছে।
Advertisement
শনিবার (১১ এপ্রিল) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, লকডাউন চলাকালীন ভিক্ষু এবং বিহারে অবস্থানকারী শ্রমনরা যাতে সোয়াইং (ভিক্ষুদের খাবার) খেতে পারেন সেজন্য বিহারগুলোতে পর্যাপ্ত খাবার ও প্রয়োজনীয় পণ্যসামগ্রী পাঠানো হয়েছে। সিনিয়র বৌদ্ধ ভিক্ষু এবং ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করে লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা আরও বলেন, জেলা পরিষদের পক্ষ থেকে বান্দরবানের সাত উপজেলায় দুস্থ-অসহায় ১৭ হাজার ৫০০ পরিবারের মাঝে ২০০ মেট্রিক টন ও চাল ও ৫০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
Advertisement
সৈকত দাশ/এএম/এমকেএইচ